Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নানিয়ারচর উপজেলার পটভূমি

নির্বাকগিরি পর্বতবেষ্টিত আরণ্যক বৃক্ষরাজি সমৃদ্ধ সবুজ বনানীর নয়নাভিরাম সৌন্দর্যের প্রতীক প্রাম বাংলার সূর্য উদয়ের জেলা পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক নৈসর্গের লীলাভূমি নানিয়ারচর একসময় জন-মানবহীন বন্যপ্রাণীর অবাধ চারণভথ মিছিল৷উচ্চ ব্রহ্ম চাকমা রাজা অরম্নণ যুগের পতনের পর আরাকানদের নিকটনি পীড়িতও অত্যারারিত হয়ে  চাকমারা  ১৪১৮খৃষ্টাব্দে“তৈনছড়িচ নদী  কথলে মাত্ র ১২ খানি গ্রামে বসতি স্থাপন করে৷কিন্ত পরে চট্টগ্রামের ঐ সব এলাকায় মগ ওপর্তুগীজ দস্যুদের দৌরাত্ন বৃদ্ধৈপেলে ষোড়শ শতব্দীতে তারা পার্বত্য চট্টগ্রামের গভীর অরণ্যে বসতি স্থাপন করে। কিংবদন্তী আছে  । পার্বত্য চট্টগ্রামের বসতি স্থাপনকারী ‘‘নান্যা’’ নামের এক ব্যক্তি ‘‘চেংগী নদী বিধৌত চরের সত্বাধিকারী ছিলেন বিধায়তা রনামের সাথে সমন্বয়রেখে“নান্যাচরচ নামকরণ করা হয় যা বর্তমানে নানিয়ারচরে রুপান্তরিত হয়েছে৷নানিয়ারচর কাপ্তাই হ্রদ পরিবেষ্টিত বিভিন্ন উপজাতি অধ্যুষিত ১৯৭৯ সালের সৃষ্ট থানা যা অদ্য ১লা আগষ্ ট১৯৮৩সালে উপ-জেলায় রুপান্তরিত হচ্ছে৷তমসাবৃত অরণ্যের বন্ধুর পরিবেশ ও প্রতিকূলতার মধ্যে বসবাসরত খাদ্যভাব পীড়িত রোগাক্রান্ত দুর্বল মুমূর্ষদের মূর্খতা দূর করে প্রফুলস্নতা ও উচ্ছলতায় জ্ঞানের মশালজ্বেলে আনবিক যুগে বিজ্ঞানের সুফল অবালবৃদ্ধ-বণিতার দ্বারে পৌছে দিয়ে জাতিকে সমৃদ্ধশালী করে গড়ে তোলার বজ্র কঠিন শপথ নিয়েছি আমরা৷কথা নয় কাজেই হোক আমাদের পরিচয়৷প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর নানিয়ারচর উপ-জেলা এখন থেকে শিল্পীর তুলির আচড়ে হোক অধিকতর মনোরম ও জনজীবনে ফিরে আসুক নবজীবনের চেতনা৷